২৯ ডিসেম্বর ২০২৪
গভ: রেজি নং ঢ-০১০০৬৯/২০২৪ (ক্র্যাব-০৩৪/১২) তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে
ক্র্যাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব)।
শনিবার ক্র্যাাবের সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।
উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদ মাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দিবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। যা কখনোই কাম্য নয়। তারা আরো বলেন, সাংবাদিকরা কোথাও নিরাপত্তার জন্য হুমকি নন। উদ্ভূত পরিস্থিতিতে পেশাদার ক্রাইম রিপোর্টারদের ঘটনাস্থলে যাওয়ার সুযোগ সুযোগ পেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ক্লূ উদঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
কামাল হোসেন তালুকদার
দফতর সম্পাদক, ক্র্যাব
২২ জানুয়ারি ২০২৫
০৫ জানুয়ারি ২০২৫
১৫ ডিসেম্বর ২০২৪
০৬ ডিসেম্বর ২০২৪