গভ: রেজি নং ঢ-০১০০৬৯/২০২৪ (ক্র্যাব-০৩৫/১২) তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
ওমর ফারুক ও বুলবুল রেজাকে চাকরিচ্যুত করায়
ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও সময় টিভির চিফ ইনপুট এডিটর ওমর ফারুক ও সিনিয়র রিপোর্টার বুলবুল রেজাকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা জানাচ্ছে ক্র্যাব
ওমর ফারুক ও বুলবুল রেজা জানান, “কোন রকম কারণ দর্শানো ছাড়াই, সম্পূর্ণ অযৌক্তিকভাবে তাদেরকে গত ২২ ডিসেম্বর চাকুরিচ্যুত করা হয়।”
ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিনা নোটিশে এইভাবে চাকরিচ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ক্র্যাব কার্যনির্বাহী কমিটি মনে করে, ওমর ফারুক ও বুলবুল রেজা অত্যন্ত পেশাদার সাংবাদিক। তারা দুজন অপরাধ বিষয়ক সাংবাদিকতায় সব সময় পেশাদারিত্ব বজায় রেখেছেন। তাই তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ক্র্যাব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে ক্র্যাব নির্বাহী কমিটি।
বার্তা প্রেরক
কামাল হোসেন তালুকদার
দফতর সম্পাদক, ক্র্যাব