এজিএম সংখ্যা “ক্র্যাব বার্তা”য় সদস্যদের ছবি আহবান

এজিএম সংখ্যা “ক্র্যাব বার্তা”য় সদস্যদের ছবি আহবান

০৬ ডিসেম্বর ২০২৪

সম্মানিত সদস্যবৃন্দ,

সালাম ও শুভেচ্ছা। ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা-২০২৪ উপলক্ষে সংগঠনের প্রকাশনা ‘ক্র্যাব বার্তা’ সংখ্যায় সকল সদস্যের ছবিসহ বর্ধিত কলেবরে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সম্মানিত সদস্যদের বর্তমান কর্মস্থলের নাম, পদবি, পাসপোর্ট সাইজ ছবি ক্র্যাব কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শিগগিরই ‘ক্র্যাব বার্তা’টি প্রকাশ করা হবে।

সকল সদস্যকে ১ কপি ছবি আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে ক্র্যাব দপ্তরে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ : ০১৭১৩৪০৯৫৫৩ ও ইমেইলে craboffice2015@gmail.com পাঠানো যাবে।

ধন্যবাদান্তে
নিহাল হাসনাইন
প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্র্যাব
মোবাইল : ০১৭২৩৩৮৯৭৭৪

Facebook Comments Box